প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
কীটনাশক কোম্পানীর প্রতিনিধি ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময়
    
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে খুচরা, পাইকারী ডিলার এবং কোম্পানীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আরিফুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
মতবিনিমিয় সভায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, খুচরা ও পাইকারী ডিলাররা তাদের নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। এরপ্রেক্ষিতে বক্তারা তাদের সমস্যা সমাধানে আশ^াস প্রদান করেন। এছাড়া বক্তারা কীটনাশকের ব্যবহারের বিভিন্ন পরামর্শ, ভেজাল ও নকল কীটনাশক বিক্রি বন্ধের আহবান জানান।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com